আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা ইতিমধ্যে আমাদের ক্লিনিকের ভবন সম্প্রসারণের কার্যক্রম শুরু করেছি। খুব সম্প্রতি আমরা পার্শ্ববর্তী নির্মানাধীন নতুন ভবনের নীচতলা ও দ্বিতীয় তলায় ক্লিনিক কার্যক্রম চালু করব ইনশা-আল্লাহ। আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে সবসময় চিন্তা করি শুক্রবার সহ বিভিন্ন দিনে আমাদের বর্তমান ভবনে যে রোগী/লোক সমাগম হয় তা স্বাচ্ছন্দপূর্ণ নয়; রোগী/লোকদের দাঁড়ানো/বসার জন্য যথেষ্ট নয়। আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় নতুন ভবনের কার্যক্রম চালু করলে রোগী/সাধারণের চলাচল, দাঁড়ানো বা বসার জন্য যথেষ্ট উম্মুক্ত যায়গা থাকবে আশা করি।
রোগী/সাধারনের বর্তমান সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।